ব্যস্ততা

ব্যস্ততা আমাকে দেয়না অবসর
তাই বলে ভেবোনা আমায় স্বার্থপর,
যখানেই যাই তুমি, আছো মনের ভিতর।

তোমার মনের কথা বুঝতে আমি
পারিনি হয়তো ভাবছো তুমি,
ভালোবাসার কথা, বলিনি আজ।

সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে
আমার চোখের নীলে দিয়েছি রেখে
আমার ভালোবাসা, নয়তো পাথর।

কন্ঠ: নাসিম আলী খান