যেতে যেতে পরিচয়

যেতে যেতে পরিচয়
কিছু কথা বিনিময়,
চোখে ছিল অনুনয়
ছিলোনা তো অভিনয়।

এখনো সেই মুখ দিয়ে যায়
কিছু সুখ আমাকে।

থাকে কোথায় জানিনা
বলেনি তো ঠিকানা,
মৃদু পায়ে শুধু যায় আসে অনুভবে
শত আশা বেঁধে যায় সে যে হৃদয়ে আমার।

দেখা যদি হয় আবার
দূরে কোথাও দুজনার,
পুরোনো সে পরিচয় তুলে অভিমানে
বলবে কি কোথায় ছিলে তুমি এতদিন ধরে।

কন্ঠ: নাসিম আলী খান
সুর: পার্থ বড়ুয়া