কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে,
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্মরণে
মন পিছুটানে।
তবুও জীবন যাচ্ছে কেটে,
জীবনের নিয়মে।
স্বপ্নগুলো অন্য কারো ভুলগুলো আমারই
কান্নাগুলো থাক দু’চোখে কষ্ট আমারই,
ভেবে নেব প্রেম আলোয়ার আঁধারি।
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
মন পিছুটানে।
ইচ্ছেগুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারই
সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারই,
ভুলে যাব মন কেন আজ ফেরারী।
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়,
কোন পিছুটানে।
কন্ঠ: পার্থ বড়ুয়া