স্বার্থের কাছে বন্দী মন

কথা রাখতে নেই
পিছু ডাকতে নেই,
পেছনে ফেরেনাতো কেউ
ফিরে শুধু আসে বারেবারে ঢেউ।

পাবেনা আসল কোনো হৃদয়,
আসলেতো বন্ধু কেউ নয়,
এ যেন অন্য রকম জীবন
স্বার্থের কাছে বন্দী মন।

কাছে আসতে নেই
ভালোবাসতে নেই,
বাড়াবে দুঃখটা কেবল
ভালোবাসা সবই যে নকল।

মুখোশে ঢাকা ঐ মানুষ
কি হবে দেখে আর ফানুশ,
কেউ তো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দী মন।

আশা থাকতে নেই
ছবি আঁকতে নেই,
ছলনা করা সবই মন
ছলনাময়ী এই ভূবন।

ভেবেছো কাছের যাকে
পাবেনা তো কষ্টে তাকে,
কেউ তো নয়রে নয় আপন
স্বার্থের কাছে বন্দী মন।

কন্ঠ: আইয়ুব বাচ্চু