এ নহে সে মান, প্রিয়, কিশোরী কিশোর

এ নহে সে মান, প্রিয়, কিশোরী কিশোর
যেই লুকাচুরি খেলা প্রেম লয়ে খেলে;-
চায় বুকে তুলে নিতে, যায় পায়ে ঠেলে,
দুঃখেরে জানায় কোপ। নিশা হলে ভোর
কাঁদে মৃত-পুত্রা হেরি শিশু-হীন ক্রোড়
যে ব্যথায়, এ যে তাই। ফিরে নিদ্রা গেলে
ভাঙ্গা আনন্দের স্বপ্ন আর নাহি মেলে।
কি নিষ্ঠুর জাগরণ, সত্য কি কঠোর!

তবু সত্য ভাল। দুই বাহু বক্ষঃমাঝ
অসত্যেরে চেপে ধরে থাকা কিছু নয়;
স্বপ্ন হ’তে যদি হেথা জাগিতেই হয়
প্রভাতেই জাগা শ্রেয়ঃ। যদি কোন কাজ
রের বাহিরে থাকে, জীবনের লাজ
তাই দিয়ে ঢেকে দিব, থাকিতে সময়।