আর নাহি মাঝখানে কিছু দুজনার,
বেদনা-মুখরা বাণী, মুক অভিমান
দূরত্ব স্থাপিত যারা, সব তিরোধান;
দরশ পরশ তৃপ্তি তা’ও নাহি আর
ভেঙ্গেছে যা ছিল স্থূল মৃত্যুর প্রহার;
ক্ষুদ্র হ’তে, ক্ষোভ হ’তে করি পরিত্রাণ
রেখে গেছে পাশাপাশি দুটি দীপ্ত প্রাণ,
সুখের ভোগের সাধ করি ভষ্মসার।
এত দিনে হ’লে তুমি নিত্য সহচর,
সকল চিন্তার মোর, সকল চেষ্টার
সমভাগী, সমব্যথী; দেহ তেয়াগিয়া
আমার হৃদয়পুরে বাঁধিয়াছ ঘর।
তাই স্তূপাকার ভ্রম, আঁধারের ভার
সরিতেছে, শাস্তিঊষা উঠিছে জাগিয়া।
হাজারিবাগ
৩০শে এপ্রিল, ১৯১১।