আমার অন্তরে ছিল কি যে লজ্জা ভয়,
চলি নাই পুরোভাগে, চলি নাই সাথে,
চলিয়াছি নতশির সবার পশ্চাতে,
শুধু জানিয়াছি মনে এ জীবন নয়
কেবল খেলার ছুটী। জ্ঞানের সঞ্চয়,
পুণ্যের সাধন লাগি বিধাতার হাতে
জ্বলন্ত অক্ষরে লেখা হৃদয়ের পাতে
পড়িয়াছি আজ্ঞালিপি, করি না সংশয়।
সে আজ্ঞা পালিতে সাধ্য আছে কি না আছে
সংশয় জাগিত চিতে, নিশিদিন তাই
কহিয়াছি, হে স্বামিন্ যাহা নিদেশিলে
করিতেছি শিরোধার্য্য; ভিক্ষা এই আছে-
পালিতে নিদেশ যোগ্য শক্তি যেন মিলে,
জীবনে বহিতে মৃত্যু তাও না ডরাই।