আপনারে বারবার বিরলে সুধাই-
এই কি প্রেমের রীতি? প্রেমের উচ্ছাস
এমনি শিথিল গতি, নিরাশ, উদাস?
প্রেমে শাস্তি, কর্ম্মে সুখ, কভু এক ঠাঁই
রহে না কি? প্রেমের কি এত শক্তি নাই,
ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তাপ করিয়া বিনাশ
প্রতি দিবসের, স্থির রাখে বারমাস
কর্ম্ম ক্লান্ত মানবেরে? যত প্রেম চাই
জুড়াইতে তপ্ত হিয়া, তাড়াইতে ভয়,
হয়না মানবে তত? তবে এ ধরায়
দুটি প্রাণ- কাছাকাছি থাকে, কিবা দূর-
পূর্ণ মিলনের তরে কভু সৃষ্ট নয়;
যে যার আপন ভার বহি চলে যায়,
বিরহ ব্যথিত চির, চির তৃষাতুর!