আয় অশ্রু আয়

হাসির আগুণ জ্বালি দহিয়াছি শুষ্ক প্ৰাণ;
সারাদিন করিয়াছি শুদ্ধ হরষের ভাণ।
আয়, অশ্ৰু আয়।

সকলে দেখিল মুখ, বুকের ভিতরে মোর
দেখে নাই মর্ম্মব্যথা রহিয়াছে কি কঠোর
আয়, অশ্রু আয়।

বাহিরে আমার শুধু শান্তির কৌমুদীরাশি
মুখের তরঙ্গে যেন সদাই রয়েছি ভাসি।
আয়, অশ্ৰু আয়।

বাহিরের আমোদেতে হৃদয়ের বাড়ে ভার,
বাহিরের আলো হিয়া আরো করে অন্ধকার।
আয়, অশ্রু আয়।

ঘুমাইছে এ আলয়, একা এই উপাধান
জানিবে, দেখিবে তোরে, আয় অশ্রু, জুড়া’ প্ৰাণ,
আয়, অশ্রু আয়।