বাণীর মন্দির হতে ডেকে নিয়ে এলে
যে আলয়ে, তারে বটে জানিতাম মনে
পুণ্যের আশ্রম বলি; তবু ক্ষণে ক্ষণে
বলিয়াছি- “আত্মা মোর দেবধাম ফেলে
নেমেছে মাটির মর্ত্যে; হেথা নাহি মেলে
উদার আকাশ মুক্ত, উর্দ্ধ বিচরণে;
কল্পনা লুণ্ঠিতা ধুলে, ক্ষুদ্র গৃহাঙ্গনে,
যেন পক্ষী শৃঙ্খলিত, মৃগী বিদ্ধ শেলে।
নীতির আসনে রীতি; প্রীতি বড় নয়,
খ্যাতি বড়; তুচ্ছ দান করিছে বড়াই,
ত্যাগযজ্ঞে মৌনাহুতি দেখিবার তরে
নাহি দৃষ্টি; আছে ভিক্ষা, জেগে আছে ভয়।”
আজ জানি, এখানেই দেবধাম পাই,
দেবতারে দিলে ঠাঁই ক্ষুদ্র এই ঘরে-
হাজারিবাগ
মে, ১৯২৫।