বিচ্ছেদের সফলতা

গাছের যে পাতা ঝরে, মৃত্যু হয়ে পার
সে কি সেই গাছে ফিরে? তরু যদি রয়,
বর্ষে বর্ষে জন্মে তাহে নব কিশলয়;-
বৃক্ষের জীবন সে কি জীবন পাতার?
এক যায় বহু থাকে, বহু মাঝে তার
অমরত্ব? হায়, হায়, মায়ের হৃদয়
তৃপ্ত নহে এ আশ্বাসে। ওহে প্রেমময়,
বিশ্বপিতা, ঘুচাও এ বেদনার ভার।
সে যদি আমার তরে না থাকে জাগিয়া,
মোর অমরতা লয়ে কোন্ প্রয়োজন?
দিতে নাই, নিতে নাই, পূর্ণ আপনাতে
যে চাহে থাকিতে থাক্; আমার লাগিয়া
রেখো অপূর্ণতা, তৃষা, দানের গ্রহণ,
বিচ্ছেদের সফলতা- মিলন প্রভাতে।

এপ্রিল, ১৯১৫।