বিশ্বজিৎ যজ্ঞ করি হয়েছে ভিখারী

বিশ্বজিৎ যজ্ঞ করি হয়েছে ভিখারী
যেই রাজা, বিলাইয়া জয়লব্ধ ধন,
শূন্য করি পূর্ণ কোষ, ত্যজি রত্নাসন
বসিয়াছে কুশাসনে, ফল মূলাহারী,
রাখিয়াছে মৃৎপাত্রে পিপাসার বারি,
সেই ছিল বিশ্বজয়ী। দীন সেই জন,
লুণ্ঠিতে লইতে জানে, দিতে যে কৃপণ;
সে তো রুদ্ধ ভাণ্ডারের ক্ষুধার্ত্ত ভাণ্ডারী।

এত তুমি দিয়াছিলে, দুই হাত ভরি
কেবল লয়েছি আমি; শেষে একদিন
বুঝি তুমি দেখেছিলে কি দরিদ্র প্রাণ,
বুঝে নিলে নহি আমি রাজরাজেশ্বরী।
স্মিত মুখ দেখিলাম বিস্ময়ে মলিন,
কাঁপিল আমার কণ্ঠ থেমে গেল গান।

হাজারিবাগ
১২ই নবেম্বর, ১৯১১।