বহুর ভিতরে

পেয়েছিনু আশীর্ব্বাদ করেছিনু আশা
আমার জীবনে হবে পূর্ণ কোন দিন
সেই সুমঙ্গল বাণী। যত স্নেহ ঋণ
আনন্দে করিব শোধ; মোর চিন্তা ভাষা
বহি লয়ে যাবে দূরে মোর ভালবাসা
পশি বৃহত্তর স্রোতে; যদিও সে ক্ষীণ
পার্বতী সরিৎ যথা, নিজে নামহীন
নগণ্য, মিটাবে তবু কাহারো পিপাসা।
আপনার যতটুকু ঢালিব নিঃশেষ,
লুপ্ত ক্ষুদ্র স্বার্থ সুখ, বহুর ভিতর
বাড়াইয়া শক্তি ভক্তি, চেতনা, সাধন;
নাম ধাম, জ্ঞাতি গোত্র, জাতি জন্ম দেশ
সব ভেসে গিয়ে রবে শুদ্ধ, অনশ্বর
বিপুল জীবন নদ, সত্য সনাতন।