চিরদিন শাস্তিহীন, পরিশ্রান্ত দেহ

চিরদিন শান্তিহীন, পরিশ্রান্ত দেহ,
অতিশয় মমতায় ব্যথিত জীবন,
মৃত্যু-পরপার-নীত যদি বিস্মরণ
হয়ে থাক একেবারে ধরণীর স্নেহ,
যদি সেথা লভি থাক আরামের গেহ,
তাহাও সান্ত্বনা মম। আপন বেদন
স্বেচ্ছায় বহিব আমি, তব দেহ মন
ব্যথা-মুক্ত বুঝাইতে পারে যদি কেহ।

তুমি নাই এ চিন্তায় যে অসহ্য শোক,
তার মত মর্ম্মঘাতী কিছু নাই আর;
বলে যাও, তুমি আছ, করিছ স্মরণ
অতীতে অতীত-তাপ, নবীন আলোক
দেখাইছে গত দুঃখ মঙ্গল-আকার,
দেখাইছে অমৃতের সোপান মরণ।

কলিকাতা
নবেম্বর, ১৯০৯।