দীর্ঘ সপ্তদশ বর্ষ আসিয়াছি চলি

দীর্ঘ সপ্তদশবর্ষ আসিয়াছি চলি’
একাকিনী। কভু শ্লথ, ভাবনা বিহ্বল,
কভু লভি অকস্মাৎ দুজনার বল,
জানিনা কেমনে। কত আশা গেছে ছলি,
মৃত্যু কেড়ে নিয়ে গেছে স্নেহের পুতলি,
প্রাণ হ’তে প্রিয়তর। মুছি অশ্রুজল,
চাহি সম্মুখের পথ চলেছি কেবল,
বিচ্ছেদের অবসান আছে- এই বলি।

বিচ্ছেদের অবসান? মৃত্যু পথ দিয়া
অনন্ত নির্ব্বাণ কিম্বা মিলন মধুর
দুই হ’তে পারে। আমি ভিখারী স্নেহের
চাহি মিলনের সুখ। বিরহ সহিয়া
না যদি তা পাই কভু, তবে তো নিঠুর
প্রেমের দেবতা, ব্যর্থ জীবন দেহের।

কলিকাতা
১৯শে অক্টোবর,
১৯২৬।