দূর হ’তে যবে মোরে ভালবাসা দিতে,
বলেছি সহস্রবার,- করি না প্রত্যয়
প্রেমের স্থায়িত্বে আমি; কভু নাহি সয়
নর ভাগ্যে এত সুধা।- কাতরে মাগিতে
নিত্য তুমি প্রেম মম, আমি শান্ত চিতে
ফিরায়ে দিতাম তোমা। কিসে যে কি হয়
কে বলিতে পারে কিন্তু। কালে পায় ক্ষয়
কঠিন পৰ্ব্বত দেহ শিশিরে বৃষ্টিতে।
তোমার প্রতিজ্ঞা ব্যর্থ করেছে আমার
বিজ্ঞতা ও অভিজ্ঞতা। একদা প্রভাতে
দুঃস্বপ্ন পীড়িত চিত্ত, কি বেদনা ভরে
উঠিলাম; বাহিরিতে খুলি গৃহ দ্বার,
সম্মুখে দেখিমু তোমা; হাত রাখি হাতে
পুছিনু- এসেছ পুনঃ এজনেরি তরে?