এত দিন পরে মোরে হেরিলে, শোভন

এত দিন পরে মোরে হেরিলে, শোভন,
স্বরূপে। স্বপন আর কান্তি কল্পনার
আমা হতে গেছে সরে’। বিস্তীর্ণ ধরার
কোটি মানবের মধ্যে আমি একজন,
ক্ষীণ বল, নত তনু, বহি অনুক্ষণ
বিফল, বিপুল শত কামনার ভার।
আমাতে আনন্দ তুমি লভিবেনা আর,
হায়রে, মানব-প্রেম অস্থির এমন!

অনেক বলেছ কথা, বিফল-স্মরণ,
বিলাপে রোদনে আজ কোন ফল নাই;
এখনও রয়েছে বেলা, উজ্জ্বল জগৎ;
যে মঙ্গলমালা দিয়া করেছ বরণ,
তারি গন্ধটুকু লয়ে আমি দূরে যাই,
বুঝে লও ইষ্ট তব, চিনে লও পথ।