ফুল যবে ফোটে ভরি উদ্যান, কানন

ফুল যবে ফোটে ভরি উদ্যান, কানন,
পাখী যবে গাহে গান সহকার শাখে,
যদি ভুলাইয়া কাজ মোরে ধরে রাখে;
যদি স্নিগ্ধ রশ্মিজালে টেনে লয় মন
জ্যোৎস্নাহীন রজনীর তারা অগণন;
উদিয়া গগন-প্রান্তে যদি মোরে ডাকে
রাঙ্গা শশী, বনস্পতি-পল্লবের ফাঁকে
উকি দিয়া, আজন্মের বন্ধুর মতন,-
মোরে সখে দিও ছুটী দু-দণ্ডের তরে।
কাছে যা ভুলিতে তারে চেষ্টিত এ নহে।
আমি চাহি ফুলবনে করি’ বিচরণ
ফুলের সৌরভে মোর দেহ মন ভরে;
জ্যোতিষ্কের আঁখি হ’তে যে অমৃত বহে
পিয়া, দূরতার বাধা হই বিস্মরণ।