গান শুনে তবে মোরে ভালবেসেছিলে

গান শুনে তবে মোরে ভালবেসে ছিলে,
সে ভালবাসায় জানি ছিল অধিকার
আগে গীত মাধুর্য্যের পরে গায়িকার।
কালে যবে বধূরূপে বরিয়া আনিলে,
তোমার সর্ব্বস্ব যবে বিনা পণে দিলে,
আসিল, খুলিয়া রুদ্ধ হৃদয়ের দ্বার,
প্রীতি, স্মৃতি, আশা, ভীতি, যা কিছু আমার
নীরব গভীর স্রোতে;- কিছু কি জানিলে?

ওগো প্রিয়, দুঃখ যথা, সুখ অতিশয়,
অতি প্রীতি রোধে বাণী, বাধা দেয় গীতে।
কি করিব নাহি জানি। নীরব হৃদয়
গাহে যাহা, শোন নামি হৃদয় নিভৃতে।
গান যারে জন্মাইল, জাগাইল যারে
ভয় হয় মৌন আমি হারাইবা তারে।