হে সহযাত্রিন্‌ আজ দ্বাদশ বৎসর

হে সহযাত্রিন্‌, আজ দ্বাদশ বৎসর
পূর্ণ হ’ল, হাতে হাত করিয়া অর্পণ,
বাহিরিনু জীবনের পথে দুই জন,
আশাভরে, পাশাপাশি; সেই যুক্ত কর
আছে যুক্ত, ঢালিতেছে সেই শশধর
রজত কিরণ শিরে; ম্লান তবানন;
নিভৃত মমতারাশি করি আকর্ষণ
নূতন জোয়ারে মোরে করিছে মুখর।

আজ আমি মনে মুখে চাহি জানাইতে
আমার সমস্ত প্রেম; ত্যজি ভয় লাজ,
আমার হৃদয় পাতি আজ চাহি নিতে
সমস্ত হৃদয় তব; তুমি এস আজ,
পুরাতন সঙ্গী, স্বামী, ধর বরবেশ,
তোমারে নূতন করি বরিব প্রাণেশ।

ডাকবাঙ্গলা,
বনগ্রাম, যশোহর
আগষ্ট, ১৯০৬।