জানিনা, অচেনা পথ চলিতে চলিতে
কি দেখিতে কি দেখেছি, কি করেছি ভুল,
সংশয় মথিত-প্রাণ, ব্যথিত ব্যাকুল,
কি কথা বলেছি ফেলে কি কথা বলিতে।
জানি শুধু কোন দিন চাহিনি ছলিতে
তোমারে বা আপনারে। আজ প্রতিকূল
ভাগ্য তব; দুঃখ পথে উপাড়ি আমূল
দিলু মোর অভিমান চরণে দলিতে।
হে আমার বীর, আজ শ্রান্ত তব শির
রাখ এ দুর্ব্বল স্কন্ধে; তপ্ত অশ্রু সাথ
গলিয়া বাহির হোক্ বেদনা কঠিন;
আজ অন্ধকার রাত্রে তব সঙ্গিনীর
দৃষ্টি হোক্ তব দৃষ্টি; হাতে দিয়া হাত
চল ধীরে, দেখা দিবে কাল শুভদিন।