যে দেশে গিয়াছ তুমি, হলেও নূতন,
সেথা যেতে আর মম নাহি কোন ভয়,
আমি যাইবার আগে প্রবাসে আলয়
সাজায়ে রাখিতে তুমি, করিয়া যতন,
করিয়া রাখিতে মোর মনের মতন
প্রতিদ্রব্য, প্রতিকক্ষ পত্ৰ পুষ্পময়;
যেই অভ্যর্থনা শুধু নববধূ পায়,
প্রতি মিলনের দিনে দিয়াছ আমায়।
কর্ম্মক্লান্তি তুচ্ছ করি কভু দিবাশেষে,
গভীর নিশীথে কভু শয্যা পরিহরি,
আমারে এসেছ নিতে করি প্রত্যুদ্যান;
আজ যদি আসে মৃত্যু অজানা ওদেশে
নিয়ে যেতে, তুমি আগে দীপ হস্তে করি
আসিবে দেখাতে পথ, আশ্বাসিতে প্রাণ।
হাজারিবাগ
জুন, ১৯১০