যখন দুর্গম পথ চলেছি দুজন

যখন দুর্গম পথ চলেছি দুজন
তুমি আগে, আমি পিছে, বহু কর্ম্মভারে
শ্রান্ত অবনত তনু, তবুও তোমারে
আপনার বহনীয় করিয়া অর্পণ
চলেছি অক্লেশে আমি। কভু অকারণ
আমার কম্পিত হাত গেছে ধরিবারে
তোমার সুদৃঢ় হস্ত; বিনা তিরস্কারে
কাছে টানি বক্ষে তাহা করেছ ধারণ!
সস্নেহ শঙ্কিত দৃষ্টি কত শতবার
চাহিয়াছ মুখপানে; সে দৃষ্টির লোভে
জানায়েছি ক্ষুদ্র কষ্ট, আদর যতন
পেয়েছি কত না মিষ্ট। আজ কে আমার
ভাবে রোগ শোক ব্যথা? আজ মরি ক্ষোভে
দিই নাই, লইয়াছি শিশুর মতন।

হাজারিবাগ