যত প্রেম, যত মান তুমি মোরে দিলে,
তার মত কিছু যেন পারি নাই দিতে,
এই ক্ষোভ নিশিদিন জাগিতেছে চিতে
তোমারে হারায়ে প্রিয়। তুমিই বরিলে
গৃহ-সিংহাসনে রাণী, তুমিই করিলে
অতুল সম্মান মোরে সমগ্র মহীতে
মহীয়সী নারী মানি; সহিতে বহিতে
মোর সুখ দুঃখ নিজ হৃদয় ধরিলে।
সংসারে সবার চেয়ে তুমি কাছে আসি
লয়ে গেলে হাতে ধরে’ সংসার মাঝার,
বিচিত্র সঙ্গীত সহ যেথা কোলাহল,
আনন্দ বেদনা সহ, অশ্রু সহ হাসি;
যেথা অহরহ মথি কৰ্ম্ম পারাবার
মানব লভিছে নিত্য অমৃত গরল।
হাজারিবাগ