কি আর কহিব আমি, যদি অবসান
হয়েছে প্রেমের তব। জানেন ঈশ্বর
তোমারেই করেছিনু একান্ত নির্ভর;
অসীম বিশ্বাস ভরে দেহ মন প্রাণ
বরমাল্য সনে তোমা করিয়াছি দান।
আমা হতে আর কিছু আছে প্রিয়তর-
হ’তে পারে- হেন তথ্য ছিলনা গোচর।
হায়রে অতীতে আজ হাসে বর্তমান!
তুমি যা বলেছ, আমি লইয়াছি মানি
ধ্রুব সত্যরূপে, প্রিয়। আমি যে দুৰ্ব্বল,
আমি কাঙ্গালিনী, শেষে স্নেহ ভিক্ষা করি
কাঁদিব তোমার দ্বারে তখন কি জানি?
তুমি কি জানিতে, যবে তপ্ত অশ্রুবারি
ঢালিতে একান্তে বসি এ চরণোপরি?