কবিতা সঙ্গীত সম ছন্দে আর সুরে

কবিতা সঙ্গীত সম ছন্দে আর সুরে
ভরে নাই এ জীবন, সুখের স্বপন
উঠে নাই সত্য হয়ে; নিষ্ফল বপন
অজস্র আশার বীজ। কল্পনার পুরে
প্রতিষ্ঠিত যেই প্রেম, সে যে বহু দূরে
মানবের গৃহ হ’তে; চন্দ্ৰমা তপন
ধরা হতে যথা দূর; করি প্রাণপণ
যে ছোটে ধরিতে, সে তো মরে শুধু ঘুরে।

যে আলো আরাম চাহি বাঁচিবার লাগি
পেয়েছ, হৃদয়, বেশী কেন চাহ আর?
জীবনের গূঢ় শিক্ষা লহ এইবার-
আসিয়াছ অনেকের সুখ-দুঃখ-ভাগী,
সহায়, সেবকরূপে। নিজস্ব কে কার?
কে কার প্রেমের লাগি ফিরে সর্ব্বত্যাগী?