কহিলে- তোমারি তরে এসেছি আবার

কহিলে- তোমারি তরে এসেছি আবার।
যত ফিরাইয়া দাও, হয় দৃঢ়তর
তত আকর্ষণ তব। নিরাশার পর
আবার জেগেছে আশা, ঠেলি অন্ধকার
জাগে যথা ঊষা নিত্য। দেখ চারিধার
কি আলোক, কি সঙ্গীত; দেখ কি সুন্দর
জীবন-তরঙ্গ-রঙ্গ! দুঃস্বপ্ন কাতর
কে রহে দিবসে, ঢাকি আঁখি আপনার?

এই শুভ্র দিবালোকে চল দুজনায়
খুঁজি জীবনের সিদ্ধি। বিশাল জগৎ;
প্রেমের আনন্দগীত, কৰ্ম্ম কোলাহল,
সুখের দুঃখের স্রোতঃ কত বহি যায়
পাশাপাশি। চল যাই, ধরি প্রেমপথ,
দুজনে লভিয়া প্রাণে দুজনের বল।