প্রতিবেশি-গৃহে আজ দুহিতার বিয়া
প্রভাতে দুয়ারে বাজে নহবত তাই;
এতো আনন্দেরি বাদ্য; তবু কেন পাই
বিষাদের সুর এতে?- যেন মাতৃ-হিয়া
কন্যার বিরহ ভাবি উঠিছে কাঁদিয়া,
জাগায়ে আমার প্রাণে আমার যা-নাই-
কন্যা লাগি চিন্তা ভয়,- গেছে যা ঘুচিয়া?
এক নিশাকালে আমি দিয়াছি বিদায়
সাজাইয়া শুভ্রফুলে, সদ্য প্রস্ফুটিত
পুষ্পসম সুকুমার, পবিত্র নিৰ্ম্মল
আমার দুহিতারত্ন। যত দিন যায়,
বিচ্ছেদের এতদিন হইল অতীত-
ভাবি আমি প্রাণে পাই বাঁচিবার বল।
৪ঠা সেপ্টেম্বর, ১৯২০।