কন্যা বুলবুলের প্রতি

স্থচরিতে, মাঝে মাঝে ইহাদের পানে
ফিরাইও সেই তব স্নেহ দৃষ্টি খানি।
আঁখি না দেখিবে তাহা, তবু আমি জানি
হৃদয় উন্মুখ হবে হৃদয়ের টানে।
অদৃশ্যে অমৃতসেক ধূলিশায়ী প্ৰাণে
দিবে ধৌত স্নিগ্ধ করি। যদিও বা বাণী
নাহি পশে শ্ৰুতি পথে, তবু অনুমানি
নীরব আশীঘ্র গৃহ ভরিবে কল্যাণে।
আনন্দ নিলয় হতে এলে অবতরি
মলিন আবাসে এই ক্ষণেকের তরে,
স্নেহ করুণার খনি তোমার হৃদয়
জানি আমি বেদনায় উঠিবেক ভরি;
সে বেদনা দিব্যজনে দিব্যতর করে,
তাই হেথা আহ্বানিতে নাহি মোর ভয়।

১৯শে জুলাই, ১৯২৫।