অয়ি স্নেহময়ি, তুমি ছাড়ি ধরাধাম
কোন্ আলোকের লোকে বাঁধিয়াছ গেহ,
নাহি দেখি, নাহি শুনি; নাহি আসে কেহ
লয়ে তথাকার বার্ত্তা। এমনি আরাম
মিলে সেথা, আত্মা সেথা হেন পূর্ণকাম,
কিছুই চাহেনা আর?- পৃথিবীর স্নেহ
তুচ্ছ লাগে?- ছিঁড়ে যায়, যায় যবে দেহ,
সকল সম্বন্ধ, রহে ‘পতি’ ‘পিতা’ নাম?
অথবা অদেহী যারা থাকে কাছে কাছে,
আমাদেরি অন্ধ চক্ষুঃ দেখিতে না পায়,
আমরাই ভুলে থাকি, দুদিনের শোক
ঝেড়ে ফেলি, অশ্রু মুছি, ছায়া সুখ পাছে
ছুটে মরি- ধরি ধরি ধরা নাহি যায়-
তোমরা লভেছ নিত্য আনন্দ-আলোক।