ওগো সতি, গৃহলক্ষ্মী, গৃহশূন্য করি
গিয়াছ যে দিন, আজ গেল তারপর,
দুই বর্ষ। তোমার সে গৃহ অভ্যন্তর
কাঁদিছে তোমার লাগি, আজ দাও ভরি
তব অধিষ্ঠানে তারে; আজ সবে বরি
আবার তোমারে সেই নববধূ রূপে;
আজ মালা চন্দনেতে গন্ধে আর ধূপে
সুবাসিত হোক্ গেহ, অদেহ-সুন্দরি।
বর্ষ শেষে, যে শয্যায় মাতৃত্বের ক্লেশ
ব্যথিয়াছে তোমার সে তনু সুকুমার,
দিব্য শিশু কোলে লয়ে সে শয্যার ‘পরে
বস’ এসে সুহাসিনি। হইয়াছে শেষ
দেহের বেদন যত, যত অশ্রু-ধার,
জাগে শুধু মাতৃ-স্নেহ নয়নে অধরে।
কলিকাতা
১৯শে ফেব্রুয়ারী, ১৯০৫