মাঘের চতুর্থ দিন এল আজ ফিরে,
নানা ভাবনায় ভরা এ আমার চিতে
পঞ্চদশ বরষের স্মৃতি জাগাইতে।
ঊনবিংশ বরযের আশীর্ব্বাদ শিরে,
পার হয়ে ব্যবধান এ ধরণী তীরে
এস নামি, হে কুলেন্দু; প্রভাতী সঙ্গীতে
মিলাও তোমার কণ্ঠ; ভাই ভগিনীতে;
যেমন বসিতে বস’ ঘিরে জননীরে।
আমার এ দেহ হতে তব শিশু দেহ
পেয়েছিল এ ধরায় নিজরূপ তার,
এখন অতনু তুমি যাবে বিনা দানে?
হৃদয় পাতিয়া পুত্ৰ লও মার স্নেহ,
তোমার কল্যাণ চিন্তা; বেশী কিছু আর
থাকে যদি এ আত্মায় লও নিজ প্রাণে।
কলিকাতা
১৭ই জানুয়ারী, ১৯১৭