মাগিয়াছি দেবতার কাছে প্রতিদিন
যেই বর, এত দিন এত বর্ষ পরে
রোষে বা বিদ্রূপচ্ছলে, কিবা স্নেহভরে,
দিলা মোরে বিশ্বমাতা। দুটি স্রোতঃ ক্ষীণ
মিশে লভে প্রসারতা, একে অন্যে লীন,
এক বর্ণ, এক স্বাদ, এক নাম ধরে;
সেই একীভূত রূপ একান্ত অন্তরে
চাহিয়াছি, পাই নাই, প্রেম পুণ্যহীন।
আজ বহে দুঃখনদী ভাসায়ে দু’কূল,
আজ কি সে বেড়ে গেছে প্রীতির প্রসার?
অতীত সে আমি হ’তে ভিন্ন, পূর্ণতর
এ আমারে এত দিন করেছি কি ভুল?
কবে মিশে গিয়েছিনু দোঁহে একাকার,
মিলিত দোহারে কেন ভেবেছি অন্তর?
হাজারিবাগ
৫ই নবেম্বর, ১৯১১।