নিত্য স্মৃত

কতরূপে করি পূর্ণ এ ধরণী তলে
তোর শূন্য স্থান আমি। আনন্দ উৎসবে,
গীত বাদ্য সম্মিলিত বাল-কলরবে
তোর কণ্ঠধ্বনি লাগি মোর বক্ষঃস্থলে
ব্যাকুল বেদনা জাগে, আমি নানা ছলে
মনেরে ভুলায়ে বলি- যত দিন ভবে
আমি আছি সে আমার দূরে নাহি রবে,
হয়তো ফিরিছে হেথা মিশি সঙ্গি দলে।

সঙ্কট সাগরে যবে কিনারা না পাই,
বিপদ বারণ হরি করিতে স্মরণ
অমনি তোরেও ডাকি; কভু মনে হয়-
ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি দেবতার ঠাঁই,
কিন্তু রে জননী তোর, তুই প্রাণপণ
আমারে ধরিবি তুলে- তাকি সত্য নয়?

পুরুলিয়া,
১৪ই জানুয়ারী, ১৯১৬।