অদ্ভুত প্ৰেম

যত দাও, অযাচিত আনন্দে আশায়
উচ্ছসিত চিত গাহে তব যশোগান,
আপন আনন্দ হ্রদে অপূৰ্ব্ব অম্লান
নেহারে তোমার ছায়া; অপূর্ণ ভাষায়
জানায় সে কৃতজ্ঞতা; মনে হয় পায়
আপন প্রেমের মাঝে নিগূঢ় সন্ধান
গোপন প্রেমের তব; তব স্নেহ-দান
নির্ভয়ে ভুঞ্জিবে ভাবি যত পায় চায়।

হায়রে অদ্ভূত প্রেম, দানে অনুপম,
ফিরে নিতে ক্ষিপ্রহস্ত বিনা দ্বিধা লেশ!
মানবের নিষ্ঠুরতা মানে পরাজয়
তব বিধানের কাছে! হে শান্ত, নিৰ্ম্মম,
না চাহিতে দাও, সে কি হারাবার ক্লেশ
শিখাবে একান্ত তাই? আর কিছু নয়?

কলিকাতা
৯ই ফেব্রুয়ারী, ১৯২৭।