পড়িতে চাহিনা বাঁধা বাসনার পাশে,
বেড়াইতে চাহি আমি একান্ত স্বাধীন,
তবুও হৃদয় মোর দীর্ঘ রাত্রি দিন
এই পান্থশালা পানে ফিরে ঘুরে আসে।
আজ যাক্। কাল তপ্ত উদাস বাতাসে
দিবা যবে গোধূলিতে হইবে বিলীন,
বাহির হইব আমি, বাধা-বন্ধ-হীন,
সংসারের রাজপথে আপন তল্লাসে।
কেন এসেছিনু হেথা, শুনে কার ডাক?
সে কি দাঁড়াইবে কাল তপ্ত অশ্রু দিয়া
পিচ্ছিল করিয়া মোর সম্মুখের পথ,
অথবা বলিবে- যদি যেতে চাহে যাক্;
ভুল করে একদিন এনেছি ডাকিয়া,
হায়রে, সংসারে কোথা পূরে মনোরথ?
পাবনা
এপ্রিল ১৮৯৮