শোকেও ছিল না তব বিরাম কর্ম্মের

শোকেও ছিল না তব বিরাম কর্ম্মের
উৎসবেও জান নাই বিশ্রামের সুখ,
আমি কি শোকের ভারে রহিব বিমুখ
আমার কর্তব্য হ’তে? তোমার ধর্ম্মের
সঙ্গিনী করিয়া মোরে, আমার মর্ম্মের
মৰ্ম্মে ছিল যত স্লপ্তি, স্বপনের সাধ,
চেয়েছিলে উপাড়িতে; ক্ষম অপরাধ,
নিভৃতে স্বপন সেবা করেছি যা ফের।

আজ একাকিনী দুঃখ ঝটিকার মুখে,
দুইখানি ক্ষীণতর বাহুর বাঁধনে
অসহায় শিশুগুলি বেঁধে লয়ে বুকে,
দেখ চলিতেছি পথ দ্রুত, ভীত মনে,
খুঁজি ইহাদের তরে মঙ্গল আশ্ৰয়,
অনিদ্র আঁখির আজ নাহি স্বপ্নভয়।

হাজারিবাগ