সিন্ধুর প্রতি

বিশাল হৃদয় হ’তে ও কি হাহাকার
উঠিতেছে অবিরত, অনন্ত বেদন
ওহে সিন্ধু? দিবানিশি চাহ সে কি ধন
টানিয়া লইতে বুকে, যাহে বারবার
সহস্র তরঙ্গ বাহু করিয়া প্রসার
ফিরায়ে আনিছ শূন্য, বিফল যতন?
তোমাতে নিহিত আছে এত যে রতন
অনাদৃত, উপেক্ষিত সমস্ত তোমার?
যাহারে ধরিতে চাই ধরা সে কঠিন,
তিল তিল ভিক্ষা দেয়, সব আপনারে
সঁপে নাই, সঁপিবে না বুঝি কোন দিন;
অস্বচ্ছ হৃদয় তার বুঝিছনা তারে,
তাই কি বেদনা তব? অতলেও হায়
অতৃপ্ত আকাঙ্ক্ষা কাঁদে আশা নিরাশায়?

পুরী
এপ্রিল, ১৯০৯।