সন্ধ্যা আসিতেছে লয়ে কেবলি আঁধার

সন্ধ্যা আসিতেছে লয়ে কেবলি আঁধার,
পথপানে চাহি আমি শুদ্ধ নিরাশায়,
জীবনের সাথী মোর গিয়াছ কোথায়,
আমার এ শূন্যগৃহে ফিরিবেনা আর,
আমার এ হৃদয়ের বেদনার ভার
বহিতে হইবে একা। বিরহ ব্যথায়
এত যে কাতর ছিলে, স্নেহ মমতায়
গেলে কি ডুবায়ে চির-বিস্মৃতি মাঝার?

সেথা হতে যদি তব আকুল নিশ্বাস
পশিত শ্রবণে মোর, তব অশ্রুধার
আসিয়া করিত সিক্ত তপ্ত বক্ষস্থল,
কত না সান্ত্বনা হ’ত; কত না বিশ্বাস
সংশয় ঘুচায়ে দিয়া এপার ওপার
করে’ দিত কাছাকাছি, প্রাণে দিত বল।

কলিকাতা
নবেম্বর, ১৯০৯।