শ্রাবণের কংসাবতী প্লাবি দুই তীর

শ্রাবণের কংসাবতী প্লাবি দুই তীর
চলিয়াছ কি আবেগে! নব জলরাশি
শুষ্ক খাতে যেই দিন দেখা দিল আসি,
নিশ্চয় জাগিয়াছিল ব্যথা সুগভীর,
পাবার আনন্দসাথে নিজ দীর্ঘ ধীর
প্রতীক্ষার কথা ভাবি। চন্দ্রমার হাসি
ঊর্দ্ধে হেরি, উৎসবের শুনি শঙ্খ বাঁশী
শান্ত কি বেদনা আজ?- অন্তর সুস্থির?

নহ স্থির, নহ শান্ত, হে বিপুলা নদী,
চলিয়াছ অহরহ স্ফীত বুকে ভরি
গ্রহণের বহনের অতিরিক্ত দান;
সেও যে বিষম ব্যথা। দিতে পার যদি
পথে আর যাত্রা শেষে, সৰ্ব্বস্বান্ত করি
আপনারে, এ বেদনা হবে অবসান।