তবু হাতে থাক্‌ হাত, চলি পাশাপাশি

তবু হাতে থাক্ হাত, চলি পাশাপাশি,
এক পথে, এক দুঃখে দুঃখী দুইজন।
আর কিছু নাই হোক্, করুণা-বন্ধন
বাঁধুক দোঁহারে। যদি কুহেলিকা আসি
সম্মুখ পশ্চাৎ ফেলে একেবারে গ্রাসি,
না পাই খুঁজিয়া পথ, দুটি ভীত মন
পরস্পরে আগুলিয়া করিবে যাপন
নিবিড় সংশয় রাত্রি- যেন ভালবাসি।

সুদীর্ঘ দুর্গম পথে যেই সঙ্গী থাক্‌
সেই আপনার জন; স্বদেশীর ভাষ
বিদেশে প্রবাসী কর্ণে কত না মধুর!
যাক্ প্রেম, যাক্ সুখ, আশা ভেঙ্গে যাক্,
তবুতো রয়েছে স্মৃতি নাহি যার নাশ,
তবে কাছাকাছি থাকি, নহে দূর দূর।