তোমারে বেদনা দিতে চাহি নাই আমি
ওগো প্রাণ-প্রিয়! যদি দূরে যেতে চাই
তাহাও তোমারি লাগি। জীবন বৃথাই
সে নারীর, সঙ্কটে কি শোকে দুঃখে স্বামী
দাঁড়ায় একাকী যার। যেতে হলে নামি
আঁধার পাতালপুরে, যাইব সেথাই,
রহে যেথা সর্প শত- আছে কিম্বা নাই
মণি কি অমৃত ভাবি দাঁড়াবনা থামি।
প্রেম ভরে ধরি হাত যদি যাও লয়ে,
কণ্টক সঙ্কুল পথ হবে পুষ্পময়
মোর তরে; সুপ্রসন্ন স্নেহদৃষ্টি তব
আমার জীবনাকাশে শুভ্র জ্যোৎস্না হয়ে
ঘুচাইবে অন্ধকার নিবিড় সংশয়;
তুমি যদি সুখে থাক আমি সুখে রব।