চাহিতে আসিনি আজ, এসেছি গো দিতে,
চিরদিন দীন হীন, ভিখারীর বেশে,
দাও দাও বলে তব দুয়ারেতে এসে
কেবলি করেছি ভিক্ষা। আজ মোর চিতে
ভাই জাগিতেছে লজ্জা। সুন্দর মহীতে
এত সুখ এত শোভা, নিমেষে নিমেষে
নবীন, নবীনতর; সব যায় ভেসে,
সঞ্চিতে শিখিনি প্রাণে, শিখেছি কাঁদিতে।
হে সুন্দর, চির শান্ত, চির পুরাতন
নিয়ত নবীন রূপে এ প্রাণ মন্দিরে
থাক প্রতিষ্ঠিত; আমি নিত্য নতশিরে
প্রণমিয়া তব পদে করি নিবেদন
যা কিছু পেয়েছি আমি, দিবার মতন;
তুমি যা লইবে আমি চাহিব না ফিরে।
কলিকাতা
১৯১৪।