ভুলিবার ভুলাবার কোথা অবসর

ভুলিবার ভুলাবার কোথা অবসর?
সাধ করে চোখ্‌ ঢাকা তাও হ’ল শেষ।
তুমি দেখিতেছ সত্যে শুভ্র নগ্ন বেশ,
অলজ্জিত শিশুসম, শোভন সুন্দর,
আমিও দেখিছি তারে; আর অতঃপর
অপরেরে ভুলাইতে করিব কি ক্লেশ?
কৌতূহল দৃষ্টি যদি লভয়ে প্রবেশ
মোদের জীবন দুর্গে, নাহি লাজ ডর।

পঞ্চদশ বৎসরের মিলিত জীবন
ছিলনা তো একখানি স্বপনের মত
অক্ষয় অমৃতসিক্ত। প্রেমের গগনে
কত রৌদ্র, কত মেঘ, বজ্র বরিষণ,
কত বিদ্যুতের হাস, চন্দ্রালোক কত,
দেছে দেখা, প্রতিচিত্র আঁকা আছে মনে।

হাজারিবাগ
১৫ই নবেম্বর, ১৯১১।