ভুল সবই ভুল

জীবনের কাছে আমি দুটি হাত বাড়িয়ে
বুক ভরা ব্যাথা শুধু পেয়েছি,
নিয়তির কাছে আমি কি যে পাপ করেছি
দুঃখের আগুনে শুধু জ্বলেছি,
না পাওয়ার হাহাকার কেঁদে যায় নীরবে
সময়ের কাছে হার মেনেছি।

ভুল সবই ভুল, আমার সবই ভুল।।

সুখী মানুষের ভিড়ে অন্য মানুষ আমি
নেই তো আমার মিল কারো সাথে,
যখন সবার মুখে সুখেরই হাসি ঝরে
অশ্রু তখন ঝরে আমারই চোখে,
পৃথিবীর বুকে আজ আমি বড় একাকী
হারিয়ে গেছে সব কূল।

যত অপরাধ হলে ক্ষমা পাওয়া যায়
হয়তো আমার দোষ তারও বেশী,
আমার ভালোবাসা হয়েছে পরাজিত
তাই তো বারে বারে শুধু হেরেছি,
জীবনের কাছে আজ হয়ে গেছি ফেরারী
দিয়েছি ভুলেরই মাশুল।

কন্ঠ: এন্ড্রু কিশোর
সুর: প্রণব ঘোষ