জীবন

মায়ের কোল জুঁড়ে
এসেছিলাম এই পৃথিবীতে,
আলোর ছোঁয়াতে
কেঁদেছিলাম এই ধরনীতে,
কত আদর স্নেহের আঁচলে
কৈশোর এলাম পিছনে ফেলে।

কত চাওয়া কত পাওয়া
কত ভালোবাসা ছিলো,
জীবনেরই সব কিছু
কেন মিছে হয়ে গেলো।

হারালো সুখে ভরা
হাসি-খুশি দিনগুলো,
কিভাবে ফিরে পাবো
হারানো সুরগুলো।

জীবনের পথে
এ মন নিল এক মায়াবিনী,
সে ছলনায় এই মন ভেঙ্গেছে
সে আমাকে একাকী করেছে।

কত চাওয়া কত পাওয়া
কত ভালোবাসা ছিলো,
মায়াবিনী খেলা ছলে
সব সুখ কেঁড়ে নিলো।

কি যে আগুন জ্বলে বুকে
সব আশা পুঁড়ে গেছে,
খুঁজে ফিরি ভালোবাসা
এই পৃথিবীর কাছে।

যত আপন হারালাম, যত বন্ধু হারালাম
সবাই গেলে সে পর হয়ে,
ভেঙে গেছে অভিসার, হারিয়েছি আধিকার
বেঁচে রয়েছি জ্বালা সয়ে।

আবার ফিরে পাবো কি, আবার ধরা দেবে কি
সেই সুখে ভরা দিনগুলো,
সুখী জীবন চেয়েছি, কত ভালোবেসেছি
কেন এ হৃদয় বিরহে ক্ষয়ে গেল।

পোঁড়া চোখে সারাক্ষণ, আজো সুখ খোঁজে মন
এই পৃথিবীর পথে পথে,
চলে যাবো একদিন, মুছে যাবে যত ঋন
সব হিসেবের খাতা হতে।

আবার ফিরে পেতে চাই, আমি খুঁজে পেতে চাই
সেই হারানো ভালোবাসা,
আমি ভুলে যেতে চাই, আমি মুছে দিতে চাই
আছে এ বুকে জড়িয়ে যত হাতাশা।

কন্ঠ: হামিন আহমেদ
সুর: মানাম আহমেদ