স্বপ্নের দুয়ারে তুমি আছো দাঁড়িয়ে
কেঁড়েছো চোখের নজর,
হৃদয়ের আঙিনায় তুমি এলে নীরবে
কেটে যাক হাজার বছর,
তুমি সাজিয়ে দিয়ে ভালোবাসায়
জীবনের প্রতিটি প্রহর।
সুখেরই ঠিকানা খুঁজে পেয়েছি
তোমারই উদাসী চোখে,
জানি না সে কখন আমার এ বুকে
নামটি দিয়েছে লিখে,
আমি ভালোবাসি কত যে তোমায়
তুমি তার রাখোনা খবর।
বিধাতা গড়েছে কত যতনে
মমতা দিয়ে তোমাকে,
যে প্রেমে বেঁধেছো তুমি আমাকে
চাই না হারাতে তাকে,
পাশে থেকো তুমি সারাটি জীবন
কোনদিন কোরো না গো পর।
কন্ঠ: এন্ড্রু কিশোর
সুর: প্রণব ঘোষ