নষ্ট অতীত

হারানো চোখ হারানো মুখ
হারানো গান হারানো সুর
হারানো রাত হারানো ভোর
হারানো প্রেম হারানো স্মৃতি
পুরানো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি।

যেখানে ছিল জল ছিল নদী
সেখানে জাগে চর জাগে মরুভূমি
যেখানে ছিল ভালোবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
জলসা ঘরে নিভে গেছে ঝাড়বাতি।

যেখানে ছিল ঘাস মৌমাছি
সেখানে চৌচির হয়ে আছে মাটি
যেখানে ছিল ভালোবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
নির্বাসনে চলে গেছে সব প্রজাপতি।

কন্ঠ: হামিন আহমেদ
সুর: মানাম আহমেদ