রাহুল দেব বর্মন

পৃথিবীর সঙ্গীত থেমে গেছে
সব গান আমি ভুলে গেছি
ও ভুলে গেছি শুধু,
“মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি।”
যুরাজ পঞ্চম চলে গেছে
পৃথিবীর সব সুর থেমে গেছে।

পথে যেতে দূর থেকে
চেনা গান যেই বেজে উঠবে,
“রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?”
তখনই পড়বে মনে তুমি ছিলে তুমি নেই
আমাদের জীবনের প্রান্তে।

সুরের আকাশ থেকে আজ
এক উজ্জল নক্ষত্র ঝরে গেছে,
আজ আমরা হারিয়েছি, আমাদের পঞ্চম দা কে
সেই পঞ্চম, সেই রাহুল দেব বর্মণ।
আমার এই গান, তারই স্মৃতির উদ্দেশ্যে।

ক্ষমা করো যদি আমি
নাই পারি সেই পথে চলতে,
যে পথের দাগ রেখে
গেলে তুমি অবেলায়,
সময়ের সুদূর সীমান্তে।

কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রণব ঘোষ
আবৃত্তিকার: শিমুল মোস্তাফা