ঈদ-আবাহন


কুহেলির অন্ধকার সরাইয়া ধীরে ধীরে ধীরে
উঠেছে ঈদের রবি উদয়-অচল গিরি শিরে!
তাই হের বিশ্ব জুমে কি পবিত্র দৃশ্য সুমহান,,!
প্রকৃতি আনন্দময়ী চারিদিকে মঙ্গলের গান!
“ঈদ ঈদ” ব’লে আজি বিশ্ব মাঝে প’ড়ে গেছে সাড়া,
জীবজন্তু পশু পাখী সবি যেন সুখে আত্মহারা!
কুসুমিত কুঞ্জবন ফুলে ফুলে শ্যামল পল্লবে
সাজা’য়ে রেখেছে গৃহ অতিথি আসিবে আজি ভবে!
সুরভি কুসুমগুলি ফুটিয়া আনন্দে বৃন্ত’পরে,
বিতরিছে সুধারাশি অতিথির অভ্যর্থনা তরে!
কুঞ্জে কুঞ্জে অলি পুঞ্জ গুঞ্জরিয়া “গুন গুণ” রবে,
“ঈদ” আগমন বার্ত্তা জানাইছে বিশ্ববাসী সবে!
দয়েল পাপিয়া শ্যামা কত জাতি বিহঙ্গমগণ
গাইছে মঙ্গলগীতি ঈদের সে পুণ্য আবাহন!
শীতল প্রভাত বায়ু ধীরে ধীরে বহিয়া নীরবে,
বিধাতার আশীর্ব্বাদ জানাইছে কুসুম গৌরবে!
কুঞ্জে কুঞ্জে নানাবিধ মুকুল মঞ্জরী তরু-শিরে,
ভক্তি-ভরে অতিথিরে প্রণমিছে ধীরে ধীরে ধীরে!
এই “ঈদ” বিধাতার কি যে শুভ উদ্দেশ্য মহান্‌,
বুঝেও বুঝেনা তাহা স্বার্থপর মানব সন্তান।
এত নহে শুধু ভবে আনন্দ উৎসব ধূলা খেলা,
এ শুধু জাতীয় পুণ্য মিলনের এক মহা মেলা!
জাগাইতে মোহনুগ্ধ স্বার্থপর নরনারিগণ,
এই “ঈদ” বিধাতার বিশ্বব্যাপী মহা উদ্বোধন!
শিখা’য়ে একতা-মন্ত্র বাঁধিতে মোস্লেমে সখ্য ডোরে,
এসেছে এ “ঈদ” আজি মোস্লেমের প্রতি ঘরে ঘরে!


এসহে মোস্লেম এস কত আর ঘুমাইবে তুমি,
এই তব কর্ম্মক্ষেত্র জগতের মহা রঙ্গ ভূমি!
সবাই জে’গেছে বিশ্বে কেহইত নাহি আর ঘুমে,
শুধু কি একাই তুমি রহিবে পড়িয়া এই ভূমে?
আলস্য জড়তা ত্যজি বিভু নাম স্মরি নিজ মনে,
এসহে মোস্লেম এস আজি এই মহা শুভক্ষণে,
ভু’লে যাও হিংসা দ্বেষ দলাদলি শক্রতা ভীষণ,
মোস্লেম-জগতে আজি বিশ্বব্যাপী মহা সম্মিলন!
আজি বিধাতার শুভ আশীৰ্বাদ লয়ে শির’পরে
এসহে মোস্লেম এস মিলনের এ মহা প্রান্তরে!
ভুলিয়া কৰ্ত্তব্য কৰ্ম্ম পতিত হয়েছ তুমি ভবে,
আসিয়াছে “ঈদ” তাই জাগাইতে আজি তোমা সবে!
বিসর্জ্জিয়া চিরতরে রাশি রাশি অতুল বৈভব,
ভুলে গেছ হা মোল্লম, তোমার সে জাতীয় গৌরব!
সহস্র বর্ষের সেই পুঞ্জীকৃত রাশি রাশি ধূলি,
উড়াইয়া দেখ দেখি, অতীতের সেই রত্ন গুলি।
অতীতের গুহা মাঝে স্তুপাকৃতি ভস্মরাশি তলে,
অই যে ইস্লাম-কীৰ্ত্তি ভাসিতেছে শোক অশ্রুজলে!
অই হের মক্কা মদিনার সেই পবিত্র গৌরব, *
অই শোন মোস্লেমের সুধা কণ্ঠে সুধা স্নিগ্ধ রব!
হাসেন হোসেন আর পুণ্যবতি ফাতেমা জোহরা,
প্রীতির পবিত্র মূর্ত্তি বিশ্বব্যাপী প্রেমের ফোয়ারা!
অই হের খালেদের উন্মুক্ত কৃপানে স্বর্ণ রেখা,
মোস্লেমের শৌর্য বীৰ্য জাতীয় মিলন-গীতি লেখা!
আজি এ ঈদের দিনে হ’য়ে সবে একমনঃ প্রাণ,
জাগাতে মোস্লেম সবে গাহ সবে মিলনের গান!
ডুবিবেনা তবে আর ঈদের এ জ্যোতিষ্মন রবি,
জীবন সার্থক হবে, ধন্য হবে এ দরিদ্র কবি!

* হয়ত মোহাম্মদ (সঃ)